প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের বাংলা পেডাগগির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর I Primary and Upper Primary TET and CTET Bengali pedagogy MCQ important question and answer.

(a) প্রথমে উদাহরণ দেওয়া হয়

(b) কোনো উদাহরন দেওয়া হয় না

(c) প্রথমে সূত্র দেওয়া হয়

(d) সূত্রগুলি আলোচনা করা হয়

Correct Answer- (a) প্রথমে উদাহরণ দেওয়া হয়

(a) এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত

(b) এটি ব্যাকরণ পঠন-পাঠনকে আকর্ষক করে না

(c) একটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়

(d) এটি বিশেষ জটিলতায় পূর্ণ

Correct Answer- (a) এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত

(a) Formative Correctional Approach

(b) Functional Communicative Approach

(c) Functional Corrective Approach

(d) Figurative Comprehensive Approach

Correct Answer- (b) Functional Communicative Approach

(a) অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি

(b) অধিক নিয়মনীতির গুরুত্ব আরোপ

(c) বেশি ভাবে ব্যাকরণ নির্ভর

(d) ব্যাকরণ নির্ভর নয়

Correct Answer- (a) অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি

(a) বিশেষ থেকে সাধারণের দিকে যায়

(b) ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে

(c) ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে

(d) স্মরণের উপর নির্ভরশীল

Correct Answer- (a) বিশেষ থেকে সাধারণের দিকে যায়

(a) বিশেষ থেকে সাধারণের দিকে

(b) কেবল সাধারন থেকে

(c) সাধারণ থেকে বিশেষের দিকে

(d) কেবল বিশেষ থেকে

Correct Answer- (a) বিশেষ থেকে সাধারণের দিকে

(a) সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা

(b) সূত্রগুলোকে মুখস্ত করানো  

(c) উদাহরণগুলিকে মুখস্ত করানো 

(d) সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করানো

Correct Answer- (a) বিশেষ থেকে সাধারণের দিকে

(a) উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা

(b) পাঠক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা  

(c) সূত্রগুলি মুখস্থ করা

(d) ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা

Correct Answer- (a) উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা

(a) নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ

(b) ব্যাকরণের সূত্রগুলি শেখানো

(c) সূত্রস্থ উদাহরণ অধিগত করানো

(d) ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া

Correct Answer- (a) নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ

(a) বকাবকি করবেন

(b) ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন

(c) বানানের কোথায় কী ভুল হয়েছে- তা বুঝিয়ে দেবেন

(d) একেবারে এড়িয়ে যাওয়া

Correct Answer- (c) বানানের কোথায় কী ভুল হয়েছে- তা বুঝিয়ে দেবেন

(a) সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা

(b) শিক্ষার্থীদের সাহিত্য পাঠের নিরুৎসাহ করা

(c) সাহিত্যপাঠের পথকে সুগম করা

(d) শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া

Correct Answer- (c) সাহিত্যপাঠের পথকে সুগম করা

(a) লেলিন

(b) স্তালিন

(c) মার্ক্স 

(d) চমস্কি

Correct Answer- (a) লেলিন

(a) ভাষা ব্যবহার করতে পারে

(b) ভালোভাবে গান গাইতে পারে

(c) গদ্য ও কবিতা রসাস্বাদন করতে পারে

(d) ভালোভাবে আবৃত্তি করতে পারে

Correct Answer- (a) ভাষা ব্যবহার করতে পারে

(a) ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে

(b) সঠিক বানান লিখতে পারে

(c) উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে

(d) উপরের সবগুলিই আয়ত্ত হয়

Correct Answer- (d) উপরের সবগুলিই আয়ত্ত হয়

(a) 1820

(b) 1833

(c) 1850

(d) 1837

Correct Answer- (a) 1820

(a) উইলিয়াম কেরি

(b) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(c) লোহারাম শিরোরত্ন

(d) রাজা রাজেন্দ্রলাল মিত্র

Correct Answer- (b) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(a) ১৮০৭-১৮১১ এর মধ্যে

(b) ১৮২০ এর পর

(c) ১৮২৬ সালে

(d) ১৮৩৩ সালে

Correct Answer- (a) ১৮০৭-১৮১১ এর মধ্যে

(a) রাজেন্দ্র লাল মিত্র

(b) হরপ্রসাদ শাস্ত্রী

(c) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Correct Answer- (d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(a) বাংলা ভাষার ব্যাকরণ

(b) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ

(c) বাংলা ভাষার ব্যাকরণ চর্চা

(d) বাংলা ভাষার ব্যাকরণ প্রসঙ্গ

Correct Answer- (b) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ

(a) লোহারাম শিরোরত্ন

(b) নকুলেশ্বর বিদ্যাভূষণ

(c) শ্যামাচরণ সরকার

(d) শ্যামাচরণ শর্মা

Correct Answer- (b) নকুলেশ্বর বিদ্যাভূষণ

21 থেকে 40 পর্যন্ত প্রশ্নগুলির জন্য 2 নম্বর পেজে এ ক্লিক করুন

Sharing Is Caring:

Leave a Comment