41. প্রশ্নকরণ দক্ষতার মধ্যে যেটি একান্ত প্রয়োজন –
(a) ভাষার যথার্থ্যতা
(b) উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন
(c) উত্তরদানের সহায়ক তথ্য
(d) সব গুলিই
Correct Answer- (a) ভাষার যথার্থ্যতা
42. শিখনের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে?
(a) সহজ ভাষা প্রয়োগ
(b) কঠিন ভাষা প্রয়োগ
(c) ব্যকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ
(d) গুরুগম্ভীর শব্দ প্রয়োগ
Correct Answer- (c) ব্যকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ
43. শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে যাওয়র আগে শিক্ষক বোর্ডের লেখা কী করবেন?
(a) যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়ে চলে যাবেন।
(b) কিছুটা অংশ রেখে দিয়ে চলে যাবেন
(c) শিক্ষার্থীদের মুছে দিয়ে বলবেন।
(d) নিজেই পরিস্কার করে মুছে দিয়ে যাবেন
Correct Answer- (d) নিজেই পরিস্কার করে মুছে দিয়ে যাবেন
44. কোনো শিক্ষার্থী বার বার ভুল উত্তর কী করবেন?
(a) তাকে আর জজ্ঞাসা করবেন না।
(b) তার উপর খুবই বিরক্ত হবেন।
(c) তাকে শারীরিক শাস্তি দেবেন।
(d) আবার বিষয়টি বুঝিয়ে দেবেন।
Correct Answer- (d) আবার বিষয়টি বুঝিয়ে দেবেন।
45. কোনো প্রশ্নের উত্তর শিক্ষক কীভাবে নেবেন?
(a) উত্তরের কিছুটা অংশ বলে শিক্ষার্থী আর বলতে পারলনা।
(b) অন্য শিক্ষার্থী তারপরে কিছুটা বলল
(c) আগের শিক্ষার্থী আবার বলতে চাইলে।
(d) আগের শিক্ষার্থীর কাছ থেকে পুরো উত্তরটা নিতে হবে।
Correct Answer- (d) আগের শিক্ষার্থীর কাছ থেকে পুরো উত্তরটা নিতে হবে।
46. ভাষা শিক্ষণ এর দ্বারা জ্ঞানের প্রয়োগ ক-টি নৈপুণ্যের ওপর নির্ভর করে?
(a) ৩ টি
(b) ৪ টি
(c) ৫ টি
(d) ২ টি
Correct Answer- (b) ৪ টি
47. কীসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়?
(a) শোনা ও বলা
(b) শোনা ও বোঝা
(c) বোঝা ও দেখা
(d) দেখা ও শোনা
Correct Answer- (a) শোনা ও বলা
48. শিক্ষার প্রাথমিক শর্ত –
(a) ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন
(b) শোনার দক্ষতা অর্জন
(c) বলার দক্ষতা অর্জন
(d) বলা ও শোনার দক্ষতা অর্জন
Correct Answer- (a) ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন
49. ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী?
(a) অর্থযুক্ত শব্দ শোনা
(b) অর্থযুক্ত বাক্য বলা
(c) অর্থযুক্ত শব্দ বুঝতে পারা
(d) অর্থযুক্ত শব্দ শুনতে পারা
Correct Answer- (b) অর্থযুক্ত বাক্য বলা
50. সঠিকভাবে শুনার জন্য কোন্ ইন্দ্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন?
(a) চোখ
(b) কান
(c) জীভ
(d) ত্বক বা চামড়া
Correct Answer- (b) কান
51. দেখার জন্য কোন্ ইন্দ্রিয় অধিক কার্যকর?
(a) দর্শনেন্দ্রিয় বা চোখ
(b) শ্রবণেন্দ্রিয় বা কান
(c) ঘ্রাণেন্দ্রিয় বা নাক
(d) স্পর্শেন্দ্রিয় বা ত্বক
Correct Answer- (a) দর্শনেন্দ্রিয় বা চোখ
52. ‘কেবল মানবশিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী’- কে বলেছেন?
(a) ব্লুমফিল্ড
(b) ম্যাকলিন
(c) পিটার
(d) চমস্কি
Correct Answer- (d) চমস্কি
53. LAD-এর পূর্ণ রূপ কী?
(a) Learning Associative Devise
(b) Language Acquisition Devise
(c) Language Associative Devise
(d) Language Accommodative Devise
Correct Answer- (b) Language Acquisition Devise
54. কু কু (Cooing) শব্দ শিশু কোন্ সময়ে করে?
(a) তিন সপ্তাহে
(b) পাঁচ সপ্তাহে
(c) ছয় সপ্তাহে
(d) দু-সপ্তাহে
Correct Answer- (c) ছয় সপ্তাহে
55. শিশুদের কলধ্বনি বা Babbling কখন শুরু হয়?
(a) ছ-মাস বয়সে
(b) আটমাস বয়সে
(c) তিনমাস বয়সে
(d) পাঁচ মাসে।
Correct Answer- (a) ছ-মাস বয়সে
56. দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চাই?
(a) তিন শব্দ
(b) এক শব্দ
(c) দু-শব্দ
(d) চার শব্দ
Correct Answer- (c) দু-শব্দ
57. ‘The Articulate Manual’ বইটি কার লেখা?
(a) চমস্কি
(b) ম্যাকগক
(c) ড্রিভার
(d) অ্যাটকিস্যান
Correct Answer- (d) অ্যাটকিস্যান
58. ডেভিড ম্যাকনিল গবেষণায় কী জেনেছেন?
(a) বহু শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে
(b) বহু শব্দপ্রকাশ এর সাহায্যে অনেক বাক্য গঠন করে
(c) একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে
(d) একটি শব্দ প্রকাশের সাহায্যে বহু বাক্য গঠন করে
Correct Answer- (c) একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে
59. ক-বছরের শিশু প্রচুর শব্দ আয়াও করে?
(a) তিন বছরে
(b) এক বছরে
(c) পাঁচ বছরে
(d) চার বছরে
Correct Answer- (c) পাঁচ বছরে
60. বয়স্কদের চেষ্টাকৃত বলা ভাষা শিশুদের ভাষা শিক্ষায় কতটা সাহায্য করে?
(a) অনেকটা
(b) আদৌ না
(c) খুব কম
(d) বরং ক্ষতি করে
Correct Answer- (d) বরং ক্ষতি করে