61. রবীন্দ্রনাথ পরভাষা শিখাকে কী বলেছেন?
(a) আনন্দময়
(b) হিতকর
(c) দুঃখ
(d) উচিত
Correct Answer- (c) দুঃখ
62. ইংরেজি ভাষার ব্যাপারে শিক্ষক সম্পর্কে রবীন্দ্রনাথ কী বলেছেন?
(a) ভালো নিয়ম শিক্ষকের কাছে শিখতে হবে
(b) ভালো নিয়ম নিয়মিত শিখতে হবে
(c) ভালো নিয়ম নিয়মিত শিখতে হবে
(d) ভালো নিয়ম ভালো শিক্ষকের কাছে শিখতে হবে
Correct Answer- (d) ভালো নিয়ম ভালো শিক্ষকের কাছে শিখতে হবে
63. শিশুর ভাষা শেখার ক-রকম কথা বলা হয়েছে?
(a) তিন রকম
(b) আট রকম
(c) পাঁচ রকম
(d) দশ রকম
Correct Answer- (b) আট রকম
64. আবৃত্তির সময় শিক্ষকের কীসের দ্বারা শিক্ষার্থীরা প্রভাবিত হবে?
(a) শিক্ষকের উচ্চারণ
(b) শিক্ষাকের সরব পাঠ
(c) শিক্ষকের স্পষ্ট উচ্চারণ
(d) শিক্ষকের স্পষ্ট ও যথার্থ উচ্চারণ
Correct Answer- (d) শিক্ষকের স্পষ্ট ও যথার্থ উচ্চারণ
65. আবৃত্তি শেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কোন্ বইয়ের কথা বলা হয়েছে?
(a) শিশু
(b) সহজ পাঠ
(c) কথা ও কাহিনী
(d) ইংরেজি সোপান
Correct Answer- (b) সহজ পাঠ
66. মনোবিজ্ঞানে Trial and error মতের প্রবর্তক কে?
(a) হিলগার্ড
(b) গিলফোর্ড
(c) ম্যাকগিয়ক
(d) থর্নডাইক
Correct Answer- (d) থর্নডাইক
67. অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে?
(a) থর্নডাইক
(b) স্প্রিন্ট হল
(c) স্কিনার
(d) প্যাভলভ
Correct Answer- (d) প্যাভলভ
68. ফিল্ড থিয়োরির প্রবর্তক কে?
(a) প্যাভলভ
(b) ওয়াটসন
(c) হোলিংওয়ার্থ
(d) কার্ট লিউইন
Correct Answer- (d) কার্ট লিউইন
69. প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়- মতটি কার?
(a) ওয়াটসনের
(b) প্যাভলভের
(c) থর্নডাইকের
(d) স্কিনারের
Correct Answer- (b) প্যাভলভের
70. কুকুরের লালা ক্ষরণ পরীক্ষা কে করেছিলেন?
(a) ওয়াটসন
(b) প্যাভলভ
(c) থর্নডাইক
(d) হোলিংওয়ার্থ
Correct Answer- (b) প্যাভলভ
71. স্টিমুলাস (S) Response (R) তত্ত্বটি ধারণা কে প্রথম দেন?
(a) থর্নডাইক
(b) প্যাভলভ
(c) ওয়াটসন
(d) কার্ট লিউটন
Correct Answer- (a) থর্নডাইক
72. মোটামুটিভাবে শিক্ষণ হল-
(a) প্রশিক্ষণের প্রভাবের আচরণের পরিবর্তনের ক্রিয়া
(b) প্রশিক্ষণের প্রভাবে মানসিক অবস্থা পরিবর্তনের ক্রিয়া
(c) প্রশিক্ষণের প্রভাবে শারীরিক অবস্থা পরিবর্তনের ক্রিয়া
(d) প্রশিক্ষণের প্রভাবেচিন্তাধারার পরিবর্তনের ক্রিয়া
Correct Answer- (a) প্রশিক্ষণের প্রভাবের আচরণের পরিবর্তনের ক্রিয়া
73. বর্তমান শিক্ষাদান পদ্ধতি কী নির্ভর-
(a) যুক্তিবাদ নির্ভর
(b) দর্শন নির্ভর
(c) ভাষা নির্ভর
(d) মনোবিজ্ঞান নির্ভর
Correct Answer- (d) মনোবিজ্ঞান নির্ভর
74. শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার্য বিষয় কী?
(a) শিক্ষার্থীদের বয়স
(b) শিক্ষার্থীদের জ্ঞান
(c) শিক্ষার্থীদের স্বাস্থ্য
(d) শিক্ষার্থীদের চাহিদা, বিচার-বুদ্ধি প্রভৃতি
Correct Answer- (d) শিক্ষার্থীদের চাহিদা, বিচার-বুদ্ধি প্রভৃতি
75. মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ায় কোন্ দুটি বিষয়ের দরকার
(a) কর্ম ও জ্ঞান
(b) উদ্দীপক ও উদ্দীপনা
(c) জ্ঞান ও চাহিদা
(d) উদ্দীপক ও প্রতিক্রিয়া
Correct Answer- (d) উদ্দীপক ও প্রতিক্রিয়া
76. প্রাণীর শিখন কীভাবে সম্ভব?
(a) উদ্দীপক ও ভুল প্রতিক্রিয়া
(b) সঠিক উদ্দীপক ও সফল প্রতিক্রিয়া
(c) ভুল উদ্দীপক ও ভুল প্রতিক্রিয়া
(d) সঠিক উদ্দীপক ও ভুল প্রতিক্রিয়া
Correct Answer- (b) সঠিক উদ্দীপক ও সফল প্রতিক্রিয়া
77. ‘মৃত’ শব্দের অর্থ কী?
(a) যা দেখা যায় না
(b) যা স্পর্শ করা যায় না
(c) যা ছোয়া যায় না
(d) যা স্পর্শ করা যায় ও দেখা যায়
Correct Answer- (d) যা স্পর্শ করা যায় ও দেখা যায়
78. সহজপাঠক্রমিক কার্যাবলী কী?
(a) যা পাঠের উৎকর্ষ দান করে
(b) যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে
(c) মূল পাঠের সঙ্গে সম্বন্ধ রহিত
(d) মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে
Correct Answer- (b) যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে
79. কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীদের কী সুবিধা হয়?
(a) শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায়
(b) শিক্ষার্থীরা হাতেকলমে কাজ করতে শেখে
(c) শিক্ষার্থীদের কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়
(d) এতে শিক্ষার্থীদের কোন অসুবিধাই হয় না
Correct Answer- (c) শিক্ষার্থীদের কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়
80. পাঠ-পরিকল্পনা রচিত হবে কীসের ভিত্তিতে?
(a) বয়সের ভিত্তিতে
(b) ছাত্র সংখ্যার ভিত্তিতে
(c) দর্শনের দৃষ্টিভঙ্গিতে
(d) শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে
Correct Answer- (d) শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে