1. কোহেলবার্গ যে তথ্য দিয়েছেন সেটি যে নামে পরিচিত তা হল-
(a) প্রজ্ঞা বিকাশ তত্ত্ব
(b) নৈতিক বিকাশ তত্ত্ব
(c) সামাজিক বিকাশ
(d) অনুভূতি বিকাশ তত্ত্ব
Correct Answer- (b) নৈতিক বিকাশ তত্ত্ব
2. একজন শিক্ষক বিশ্বাস করেন শিক্ষার্থী সৎ, সত্যবাদী হবেন তা যে তত্ত্ব সমর্থন করে সেটি হল-
(a) প্রজ্ঞা বিকাশমূলক তত্ত্ব
(b) অনুভূতি বিকাশমূলক তত্ত্ব
(c) নৈতিক বিকাশমূলক তত্ত্ব
(d) প্রাক্ষোভিক বিকাশমূলক তত্ত্ব
Correct Answer- (c) নৈতিক বিকাশমূলক তত্ত্ব
3. নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায় সংখ্যা হল-
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Correct Answer- (b) 3
4. যেটি নীচের নৈতিক বিকাশের পর্যাযের মধ্যে পড়ে না-
(a) জন্মগত স্তর
(b) প্রাক্-প্রথাগত স্তর
(c) প্রথাগত স্তর
(d) উত্তর প্রথাগত স্তর
Correct Answer- (a) জন্মগত স্তর
5. প্রাক্- প্রথাগত স্তর-
(a) আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত
(b) পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত
(c) আইন দ্বারা নিয়ন্ত্রিত
(d) যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত
Correct Answer- (b) পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত
6. প্রথাগত স্তর-
(a) আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত
(b) সমাজ দ্বারা নিয়ন্ত্রিত
(c) যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত
(d) বিবেক দ্বারা নিয়ন্ত্রিত
Correct Answer- (b) সমাজ দ্বারা নিয়ন্ত্রিত
7. উত্তর প্রথাগত স্তর-
(a) সমাজ দ্বারা নিয়ন্ত্রিত
(b) যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত
(c) আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত
(d) পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত
Correct Answer- (b) যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত