বায়ুর ক্ষয় ও বহন কার্যের বিভিন্ন শর্ট প্রশ্ন ও উত্তর

বায়ুর ক্ষয় ও বহন কার্যের বিভিন্ন শর্ট প্রশ্ন ও উত্তর

বায়ুর ক্ষয় ও বহন কার্যের ফলে যে ভূমিরুপ গুলি তৈরি হয় সেই গুলির উপর এই শর্ট প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি বিভিন্ন কমপারেটিভ পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

১। সৃষ্টবায়ু প্রবাহ ও জলধারার যুগ্ম ক্ষয় কার্যের ফলে  ভূমিরূপ হল ইনসেলবার্জ ।

২। 1926 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী পাসার্জ  ইনসেলবাজ কথাটির নাম প্রথম উল্লেখ করেন।

৩। মরুভূমির সমতল অংশে খাড়াই পার্শ্বদেশ এবং প্রায় সমতল  শিখরদেশ বিশিষ্ট অবশিষ্ট পাহাড় গুলোকে ইনসেলবার্জ বলে। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায়।

৪। ইনসেলবার্জ বেলেপাথর গঠিত অঞ্চলে অধিক দেখা যায়। এরা সাধারণত গ্রানাইট ও নিস  প্রভৃতি কঠিন শিলা দ্বারা গঠিত হয়, মরু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে।

৫। 1900 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী বর্নহার্ডট পূর্ব আফ্রিকায় অবশিষ্ট পাহাড় বা ইনসেলবার্জ গুলিকে নিজের নাম অনুসারে বর্নহার্ডট নামে অভিহিত করেন।

৬। স্পেনীয় শব্দ Mesa এর অর্থ টেবিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর অববাহিকায় মেসা দেখা যায়।

৭।  মরু অঞ্চলে চারিদিকের সমভূমির মাঝখানে টেবিলের মতো খাড়া উচ্চভূমি অবস্থান করলে তাদের বলা হয় মেসা ।

৮। সাধারন সমান্তরাল শিলাস্তর দ্বারা গঠিত অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে মেসা গঠিত হয় ।

৯। ফরাসি শব্দ বিঊট এর অর্থ ঢিবি বা গাছের গুড়ির মতো ভূমিরূপ ।

১০। ক্ষুদ্রাকৃতি ইনসেলবার্জ টরস ও  বৃহদাকৃতির ইনসেলবার্জ কোপিস নামে পরিচিত 

১১। চারদিকে খাড়াঢাল বিশিষ্ট মেসা অপেক্ষা ছোট ঢিবিকে বিউট বলে।

১২।  বায়ুর অবনমন বা অপসারণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলি হল – ক. ধান্দ খ. ব্লো-আউট’ বা অপসারণ সৃষ্ট গর্ত গ. মরুদ্যান

১৩। জিউগেন এর উচ্চতা ৩- ৩০ মিটার পর্যন্ত হয়, বিস্তার কম হয়। ইয়ারদাং এর উচ্চতা 6 থেকে 15 মিটার পর্যন্ত হয়, বিস্তার বেশি হয়।

১৪।  মিলেড-সিড-স্যান্ড এর আকৃতি গোলাকার হয়। পৃথিবীর অধিকাংশ মরুভূমিতে এদের দেখা যায়।

১৫।  মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে দৈত্যাকৃতি ভূমিরূপের সৃষ্টি হয় তাদের ডিমিসিল বলে। কঠিন ও কোমল শিলা অসামঞ্জস্যপূর্ণ ভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় এই  ভূমিরূপের সৃষ্টি হয়।

১৬।  মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া, ইলিনয় প্রদেশের মিলেড-সিড-স্যান্ড দেখতে পাওয়া যায়।

Importance Climatic question and answer for NET, SET and SLST I বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১৭।  বায়ুর ক্ষয়কার্যের অবনমন প্রক্রিয়ায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট, বড় নুড়ি ও বালিকণার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি বায়ু দ্বারা অপসারিত হয় এবং কেবলমাত্র নুড়ি ও প্রস্তর ইত্যাদি সঞ্চিত হয়ে এবড়ো খেবড়ো ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে ডেজার্ট পেভমেন্ট/ ডেজার্ট আয়মার/ডেমার্ট মোজেইক/ স্টোন পেভমেন্ট বলে।

১৮।  মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় হাজার হাজার টন বালি অপসারিত হয়ে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি করে সাধারণভাবে এদের ব্লো-আউট বা অপসারণ সৃষ্ট গর্ত বলে।

১৯।  মার্কিন যুক্তরাষ্ট্রের অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো-আউট কে বাফেলো হোল বা বাফেলো গর্ত বলে।

২০।  ইজিপ্টের কাতারা বিশ্বের বৃহত্তম ব্লো-আউট বা বাফেলো গর্তের উদাহরণ।

২১।  বার্কে ও মরিশ (১৯২৭) বিজ্ঞানীগণ মঙ্গোলিয়ায় বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলোকে পিয়াং কিয়াং গর্ত নামে অভিহিত করেছেন।

২২। শুষ্ক অঞলের ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে  গঠিত ভূমিরুপটি হোল- পেডিমেন্ট।

২৩। আর্গ বা কুম গড়ে ওঠে বায়ুর সঞ্চয়কার্যের ফলে।

২৪। টেরারোসা গড়ে উঠতে দেখা যায় মৃদু ঢাল যুক্ত অঞ্চলে।

২৫। নদীমঞ্চ গড়ে উঠে বার্ধক্য অবস্থায়।

Sharing Is Caring:

Leave a Comment