সাইকোলজির ২০০০ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর I প্রাইমারি ও আপার প্রাইমারি পরীক্ষার জন্য I Part-1

১. Fly wheels Society এই কথাটি বলেছেন ?

২. পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি –

৩. পিঁয়াজে মানব বিকাশের যে দুটো দিকের কথা বলেছেন তা হল ?

৪. নিচের কোন দশাটি শিশু বিকাশের ক্ষেত্রে সুপ্ত যৌন দশা হিসেবে বিবেচিত হয় ?

৫. ব্যক্তিগত মনোবিদ্যার ক্ষেত্রে নিম্ন লিখিত কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি ?

৬.   শিখনের ক্ষেত্রে এডভান্স অর্গানাইজার মডেলের প্রস্তাবক হলেন ?

৭. আপনার মতে নীচের বিষয় গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর মানসিক চাহিদার তৃপ্তি ঘটায় ?

৮. মুক্তি ও তথ্য দ্বারা সামাজিক সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শিক্ষণ মডেল টি হল ?

৯. নীচের কোনাটি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানসিক ভাবে বিপর্যন্ত করে ?

১০. বিদ্যালয়ের সময় তালিকা প্রস্তুত করার সময় যে বিষয়টি কে অধিক গুরুত্ত্ব দেওয়া উচিত সেটি হল ?

১১. ধারনা শিখন পরিবেশের জটিলতা কে –

১২. প্রত্যক্ষণ কিসের অর্থবোধক।

১৩. সাইকোলজি শব্দটি নেয়া হয়েছে-

 ১৪. শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহ পাঠ্যক্রমিক কাজ হল।

১৫.শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না –

১৬. রাধাকৃষ্ণান কমিশন যে শিক্ষা কমিশন নামে পরিচিত তা হল ?

১৭.ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর’ উপাধি দেয়া হয়-                                                                        

১৮. কে শিক্ষা দর্শনের ভাববাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়ে ছিলেন ?      

১৯. শিশু বিকাশ প্রক্রিয়া  শুরু হয় –

২০. সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –

২১। “ সর্বশিক্ষা অভিযান “ প্রকল্পটি শুরু হয়েছে –

২২।  দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন হয় –

২৩। “ challenge of Education – a policy perspective “   প্রকাশিত হয় –

২৪। শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক প্রবনতা প্রণয়ন করেন –

২৫। “ সাধারণ মানসিক ক্ষমতা – সামর্থ্যই প্রকৃতপক্ষে বুদ্ধি ”-কথাটি কে বলেছেন –

২৬। থার্স্টোনের  M  উপাদান টি দ্বারা বোঝায়  –

২৭। সংকেত শিখন পদ্ধতির প্রবক্তা ছিলেন  –

২৮। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে –

২৯। মনোবিদ এক্স প্রিজের মতে শিশুর প্রক্ষোভমূলক আচরণ শুরু হয় –

৩০।  সক্রিয় অনুবর্তন তত্ত্ব টি  –

৩১।  প্রাথমিক শিক্ষার সমস্যা  –

৩২। ডঃ মাদাম মারিয়া এক ধরনের বিদ্যালয় স্থাপন করেন , তার নাম –

৩৩। শৈশবে শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে , একে বলে –

৩৪। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের প্রথম সুপরিকল্পিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন –

৩৫।  PTTI এর পুরো কথা হল –

৩৬। শিশু বিকাশের জন্য প্রয়োজন –

৩৭। পরিনমন একটি –

৩৮। সামর্থ্য বলতে নীচের যেটিকে বোঝায় না –

৩৯। জ্যাঁ পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের প্রাক ধারণামূলক স্তরের ব্যাপ্তি হল –

৪০। ব্যাহত দৃষ্টি সম্পন্নদের মধ্যে গড় বুদ্ধি সম্পন্ন শিশুর সংখ্যা স্বভাবিক শিশুর তুলনায় –

৪১। ব্রেইল পদ্ধতি প্রধানত –        

৪২। “ শিখন হল অভ্যাস, মনোভাব গঠন, ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া “ এই মতামত টি কে দিয়েছেন-

৪৩। শিখনের মূল কথা হল –

৪৪। থর্নডাইক প্রচেষ্ট ও ভুলের তত্ত্বের সমর্থনে নীচের যে প্রাণীটির উপর পরীক্ষা করেননি, সেটি হল –

৪৫। একজন শিক্ষকের প্রাথমিক কর্তব্য হল তিনি দায়িত্ববান হবেন তাঁর –

৪৬। শিশুর প্রথম বিদ্যালয় হল –

৪৭। নীচের কোন পদ্ধতিটি দৃটিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় –

৪৮। শৃঙ্খলার অর্থ হল –

৪৯। বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হল –

৫০। শিশুর মধ্যে একটি নেতিবাচক মনোভাব দেখা যায় –

৫১। যারা অন্ধ তাদের দর্শন জনিত তীক্ষ্মতা  –

৫২। “ National Association for the Blind “  স্থাপিত হয়  –

৫৩। ব্রেইল লেখায় কটি বিন্দু ব্যবহৃত হয়  –

৫৪। বিকলাঙ্গ শিশুদের প্রধানত ভাগ করা হয়  –

৫৫। গান্ধিজী প্রবর্তিত শিক্ষার লক্ষ্য হল  –

৫৬। ওয়ার্ধা সম্মেলনে  (১৯৩৭সালে)  গৃহীত প্রস্তাব ছিল –

৫৭। কোঠারি কমিশনের অপর নাম  –

৫৮।  IGNOU  প্রতিষ্ঠা করা হয়  –

৫৯। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনটির নাম হল  –

৬০। সংবিধানে সংখ্যালঘুদের শিক্ষা সম্পর্কে বলা হয়েছে  –

৬১। উচ্চ শিক্ষায় “এলিটিজমের” কথা বলা হয় –

৬২। সমগ্র চেতনা একটি বস্তুর উপর কেন্দ্রীভূত করার নাম –

৬৩। আগ্রহ হল অভিজ্ঞতা অর্জনের একটি প্রবণতা এবং সেদিকে এগিয়ে নিয়ে চলা –

৬৪। মনোযোগ পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হল –

৬৫। মাধ্যমিক স্তরে শারীর শিক্ষার উদ্দেশ্য হল –

৬৬। একজন শিক্ষার্থী খুব ভালো অঙ্ক শিখছে , এক্ষেত্রে শিখনের যে শর্তটি অধিক কার্যকরী সেটি হল –

৬৭। যেটি কোনো বিষয় শিখনের কোনো শর্ত নয় –

৬৮। একজন শিশু শিক্ষার্থীকে কোনো বিষয় বুঝতে না পারার জন্য শিক্ষক তিরষ্কার করলেন-

৬৯। যে বিষয়ের প্রতি কোনো শিক্ষার্থীর অনুরাগ আছে সেই বিষয়ের প্রতি শিক্ষার্থী –

৭০। শিক্ষাবিজ্ঞান পড়তে গিয়ে বিষটিকে শিক্ষক যদি দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত করে পড়ান তাহলে শিক্ষার্থীর –

৭১। একজন শিক্ষার্থী একটি বিষয় মুখস্থ করতে শিখল সেক্ষেত্রে শিখনের কোন শর্তটি অধিক কার্যকরী –

৭২। শ্রেণিকক্ষে কোনো বিষয় অলোচনার সময় কোনো শিক্ষার্থীর যে বিষয়টির উপর অধিক নজর দেওয়া প্রয়োজন –

৭৩। পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগ আর্কষণ করার ক্ষেত্রে –

৭৪।  “Motivation is the super highway to learning “ বলেছেন –

৭৫। শিখনের সক্রিয় পদ্ধতির গুরুত্বপূর্ণ শর্ত হল –

৭৬। যেটি শিখনের কার্যকরী শর্ত হতে পারে না –

৭৭। যান্ত্রিক পুনরাবৃত্তি হল শিখনের –

৭৮। শিখনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ন শর্ত  হল –

৭৯। কোনো বিষয়কে আয়ত্ত করার ভিত্তিতে শিখন কৌশলের শর্ত হল –

৮০। সময়ের ব্যবহারের দিক থেকে শিখন কৌশলের শর্ত হল –

৮১। অবিরাম পদ্ধতিতে শিখলে –

৮২। একজন শিক্ষার্থী সহজে কোনো বিষয় শিখতে পারে না তার ক্ষেত্রে শিখনের কৌশলের কোন শর্তটি অধিক কার্যকরী –

৮৩। একজন শিক্ষার্থীর বুদ্ধ্যঙ্ক ১২০ এর বেশি , তার ক্ষেত্রে কোন পদ্ধতিতে শিখন কৌশল গুরুত্বপূর্ন শর্ত হবে –

৮৪। একজন শিক্ষার্থীর শ্রেণিতে কিছুতেই পাঠে মনোযোগ দিতে পারছে না সেক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হবে –

৮৫। কোনো শ্রেণিতে শিখনের ক্ষেত্রে কোন প্রক্রিয়া অধিক কার্যকরী –

৮৬। ‘Goal Sack Theory’ তে জ্ঞানের খনি বলতে বোঝানো হয়েছে ?

৮৭। শিক্ষকের কাছ থেকে জ্ঞানের স্রোত নলের মাধ্যমে এসে শিশুর শূন্যপাত্র গড়ে তুলবে, এটি হল-

৮৮। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক হলেন ?

৮৯। খেলাভিত্তিক শিক্ষা হল একটি ?

৯০। ‘এমিল’ গ্রন্থটির লেখক হলেন বিখ্যাত শিক্ষাবিদ ?

৯১। রুশোর প্রকৃতি এর অর্থ হল ?

৯২। ‘এমিল’ গ্রন্থে রুশো বর্নিত একটি চরিত্র হল এমিল, অন্যটি হল-

৯৩। ফ্রয়েবেল মোট উপহারের সংখ্যা হল-

৯৪। ফ্রয়েবেলের প্রথম উপহার হল-

৯৫। ‘Kindergarten’ শিক্ষা পদ্ধতিটি হল-

96. শিক্ষন হল একটি-

৯৭।  শিক্ষন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হল-

৯৮।  ‘শিক্ষক হল বাগানের মালির মতো’ – উক্তিটি কার

৯৯। ‘মনোবিজ্ঞান হোল মানুষের আচরনের বিজ্ঞান’-প্রদত্ত উক্তিটি কার

১০০। ‘Republic law’ বইটির লেখক হলেন –

১০১। ‘ভারত দর্শন’ বইটির লেখক হলেন –

১০২। প্রেষনাচক্রের তিনটি পর্যায়ের সঙ্গে সরাসরি যুক্ত- প্রেষনা, আচরন এবং

১০৩। ক্ষমতা, নিরাপত্তা, আত্ম নিয়ন্ত্রন প্রভৃতি হল-

১০৪। কোনো ব্যক্তির মধ্যে উদ্দীপনাগত চাহিদা সৃষ্টি হলে এবং সে যে চাহিদা পূরন করে তা হল-

১০৫। আকাঙ্ক্ষা দুই ভাগে বিভক্ত, তা হল-

১০৬। উচ্চতা ও ওজন বেড়ে যাওয়া কে বৃদ্ধি বলেছেন-

১০৭। বৃদ্ধির সঙ্গে পরিনমন যুক্ত, এটি –

১০৮। বৃদ্ধির উপর প্রভাব রয়েছে –

১০৯। বৃদ্ধির হার খুব বেশি হয়-

১১০। বৃদ্ধি হল –

১১১। বিকাশ ঘটে –

১১২। বিকাশের লিঙ্গ গত পার্থ্যক দেখা যায় – এটি

১১৩। ভাষা হল-

১১৪। ভাষার উপাদান সংখ্যা হল-

১১৫। নিচের কোনটি ভাষার উপাদান-

১১৬। Hendrick হলেন একজন –

১১৭। বাক্য বিন্যাস-

১১৮। মরফিন হল-

১১৯। Babbling বলতে বোঝায়-

১২০। নির্দিষ্ট ধ্বনি বিন্যাস কে বলে –

১২১। সাধারন শিশুর ক্ষেত্রে ২ বছর শিশুর শব্দ ভান্ডার হয় প্রায়-

১২২। প্রাথমিক চিন্তা কী ধরনের বিষয় কে কেন্দ্র করে গড়ে ওঠে-

১২৩। স্যার আইজ্যাক নিউটনের গাছ থেকে আপেল পড়ার পর যে চিন্তন শুরু হল তা কী ধরনের চিন্তন ?

১২৪। শিশু যখন ভাষা বলতে শিখছে তখন সে প্রথম শুরু করে-

১২৫। চিন্তন এর কোনটি বৈশিষ্ট নয়-

১২৬। চিন্তার বাহন-

১২৭। চিন্তার বিকল্প হয় –

১২৮। পিঁয়াজে জন্মগ্রহন করেন –

১২৯। ষ্কিমার ধারনাটির উদ্ভাবক হলেন –

১৩০। ষ্কিমার সম্প্রসারনের প্রক্রিয়া দুটি হোল-

১৩১। ষ্কিমার মধ্যে নতুন তথ্য সংযোজন কে কী বলে –

১৩২। ষ্কিমার মধ্যে নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি পরিবর্তন করে যুক্ত হওয়া কে বলে –

১৩৩। পিঁয়াজে ও ইনহেলডার (১৯৬৯) এর মতে ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশের বিভিন্ন স্তরে কয়টি প্রক্রিয়ার কথা বলেছেন-

১৩৪। পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তর রয়েছে –

১৩৫। Concrete-operational stage এর বয়স সীমা হোল –

১৩৬। আত্মকেন্দ্রিক, বস্তুর প্রতি স্থায়িত্ব ভাব কোন স্তরের বৈশিষ্ট্য-

১৩৭। বাস্তববাদ, সর্বপ্রানবাদ, কৃত্রিমতা কোন স্তরের বৈশিষ্ট্য-

১৩৮। সংরক্ষন, ক্রমপর্যায় কোন স্তরের বৈশিষ্ট্য-

১৩৯। রুপক অভিনয়, বিলম্বিত অনুকরন কোন স্তরের বৈশিষ্ট্য-

১৪০। Formal operational stage এর বয়স সীমা হল-

১৪২। Pe- operational stage এর বয়স সীমা হল-

১৪৩। Sensori Motar stage এর বয়স সীমা হল-

১৪৪। ব্রেইল পদ্ধতির আবিষ্কারক হলেন-

১৪৫। কম্পন ও ষ্পর্শ পদ্ধতিতে পাঠদান এর আবিষ্কারক হলেন-

১৪৬। মূর্ক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতির আবিষ্কারক হল-

১৪৭। নঙ্গ তালিম এর প্রভাবক হলেন-

১৪৮। বুনিয়াদি শিক্ষার প্রতিষ্ঠাতা হলেন-

১৪৯। কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা হলেন-

১৫০। নার্সারি বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হলেন-

১৫১। কাসা দাই বামবিনি এর প্রতিষ্ঠাতা হলেন-

১৫২। প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি দিয়েছেন-

১৫৩। অনুবর্তন এর প্রবক্তা হলেন-

১৫৪। প্রাচীন অনুবর্তন এর প্রবক্তা হলেন-

১৫৫। অপারেন্ট অনুবর্তন এর প্রবক্তা হলেন-

১৫৬। মানসিক অনুবর্তন এর প্রবক্তা হলেন-

১৫৭। দ্বি – উপাদান তত্ত্বটি দিয়েছেন-

১৫৮। ষ্কিমার তত্ত্বটি দিয়েছেন-

১৫৯। মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্বটি কে দিয়াছেন-

১৬০। টেট্রাড সমীকরন টি কে দিয়াছেন-

১৬১। বুদ্ধির বাছাই টি তত্ত্বটি কে দিয়াছেন-

১৬২। থার্স্টোন কোন দেশের মনোবিদ ছিলেন-

১৬৩। থম্পসন কোন দেশের মনোবিদ ছিলেন-

১৬৪। বহু উপাদান তত্ত্বটি কে দিয়াছেন-

১৬৫। থর্নডাইক বুদ্ধির কটি গুনের কথা বলেছেন-

১৬৬। বুদ্ধির পারমানবিক তত্ত্বটি কে দিয়াছেন-

১৬৭।  থর্নডাইকের তত্ত্বে নিম্নের কোন গুনটি নেই-

১৬৮। থার্স্টোন কটি পৃথক অভীক্ষা করেন –

১৬৯। নিচের কোনটি ষ্পিয়ারম্যান এর বুদ্ধির অভীক্ষার অন্তর্গত নয়-

১৭০। চার্লস ষ্পিয়ারম্যান এর বুদ্ধির তত্ত্বটি কী নামে পরচিত-

১৭১। একক উপাদান তত্ত্বটি কে দিয়েছেন-

১৭২। বুদ্ধির গঠন সংগঠন তত্ত্বটি কে দিয়েছেন-

১৭৩। তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধির কথা কে বলেছেন –

১৭৪। ষ্পিয়ারম্যান এর মতে বুদ্ধির কটি উপাদান রয়েছে-

১৭৫। জন্মগত বুদ্ধি হল-

১৭৬। বিশেষ কাজে ব্যবহার করা হয় –

১৭৭। বুদ্ধ্যাঙ্কের সূচক কে বলা হয় –

১৭৮। C- বুদ্ধির কথা বলেছেন-

১৭৯। Process of growth হল-

১৮০। Process of development হল-

১৮১। Quantitative Change বলতে কী বোঝায়-

১৮২। Process of maturation কী-

১৮৩। শিশুর Qualitative aspect বলতে কী বোঝায়-

১৮৪। শিশুর বিকাশগত পরিবর্তন কীসের মাধ্যমে প্রকাশ পায়-

১৮৫। প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে ( ১৯৮৬ ) বলা হয়েছে-

১৮৬।  শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ বলতে বোঝায়-

১৮৭। ‘Children Actively Construct their understanding of the world’ এই উক্তিটি কার ?

১৮৮। ‘The aim of education is development, the process of education is development’ এই উক্তিটি কার

১৮৯। মনোবিদ পিকুনাস মানবজীবন বিকাশের স্তর গুলিকে ভাগ করেছেন-

১৯০। পরিণমন হল একটি –

১৯১। ‘ব্যক্তির ক্রমবিকাশের সঙ্গে তার পরিবেশের বিভিন্ন বস্তুর প্রতি তার জ্ঞান, অনুভূতি ও কর্মপ্রবণতা স্থায়ীভাবে সুসংগঠিত হওয়াকে মনোভাব বলে’- সংজ্ঞাটি নিরুপন করেছেন-

১৯২। নীচের কোন উপাদানটি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না-

১৯৩। শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয়,সেটি হল-

১৯৪। শিশুর বিকাশ সম্পূর্ণ হয় যে দশায়, তা হল-

১৯৫। শিশু বিকাশের নিম্নলিখিত কোন পর্যায়টিকে ‘জীবনের রহস্যময় দশা’ হিসেবে বিবেচনা করা হয়-

১৯৬। একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায়-

১৯৭। মানসিক দিক থেকে পশ্চাদপদ পিতামাতার সন্তানরা মানসিক প্রতিবন্ধী এবং উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান বা উন্নত বুদ্ধিসম্পন্ন হয়। এই গবেষণালব্ধ ফলটি প্রকাশ করেন-

১৯৮। শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হল-

১৯৯। শিশু মন নিয়ে আলোচনা করা হয় মনোবিদ্যার যে শাখায় সেটি হল-

২০০। শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল-

Sharing Is Caring:

Leave a Comment