Important Geography Question I ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন

Important Geography Question I ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১| যে রেখা বরাবর দুটি পাত জুড়ে যায়,তাকে বলে-

        উত্তর- সিবন রেখা

২. কোন শিলাতে banded structure দেখতে পাওয়া যায়

        উত্তর- নিস– এ

৩.কার তত্ত্বে মিডিয়ান মাস কথাটি ব্যবহৃত হয়েছিল –

        উত্তর- কোবার – এর

৪. কোন চ্যুতিতে ভূমি ধসের সম্ভাবনা বেশি –

         উত্তর- বিলোম চ্যুতিতে

৫. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?

          উত্তর- মৌনালোয়া

৬.ভূমিকম্পের এস তরঙ্গক যে মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে –

          উত্তর- কঠিন মাধ্যমের মধ্য দিয়ে

৭. পর্যায়ন বা Gradation এইধারনাটি সর্ব প্রথম কে প্রবর্তন করেন –

           উত্তর- গিলবার্ট

৪. সিঙ্কহোল ও ডোলাইন পরপর যুক্ত হয়ে সৃষ্টি করে –

           উত্তর- উভালা

৯. ইউরোপের নরওয়ে ও সুইডেনের উপকূল হল-

          উত্তর- ফিয়র্ড উপকূল

১০.সমপ্রায় ভূমিতে ক্ষয়কার্য প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা পাহাড় হল –

          উত্তর- মোনাডনক

১১. নীচের কোনটি ভূগোলবিদদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ধরা হয়-

           উত্তর- মানচিত্র

১২. অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি গুলিকে কী বলা হয় –

            উত্তর- বার্খান

১৩. গ্রাবরেখার তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমি হল-

             উত্তর- এসকার

১৪. প্রত্যক্ষবাদের সমর্থক হলেন –

             উত্তর- অগাস্ট কোঁৎ

১৫. আঞ্চলিক ভূগোলের কোন আলোচনার ক্ষেত্রে মানব বাস্তুসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়–

              উত্তর- আঞ্চলিক বিশ্লেষণ

১৬.  Geography শব্দটি প্রথমকে ব্যবহার করেন –

               উত্তর- এরাটোসথেনিক

১৭. সূর্য থেকে যে পরিমাণ তাপশক্তি পৃথিবীতে আসে তাদের কী বলা হয় –

                উত্তর- ইনসোলেশন

১৮. দীর্ঘ আকৃতির উচ্চচাপ কোশকে বলা হয়-

                উত্তর- রিজ

১৯. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেষরেখা গুলির আকৃতি কেমন হয় –

                 উত্তর- V আকৃতির

২০. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কিত মেরু সীমান্ত তত্ত্বের প্রবর্তক  কে –

                  উত্তর- ভিবার্কনেস

২১. Normal cyclic of erosion or geographic cyclic of erosion ধারণার প্রবর্তন করেন

                  উত্তর– Davis

২২. ডেভিসের ক্ষয়চক্র হল একটি

                 উত্তর– closed system theory.

২৩. Trio of Davis –

             উত্তর– ১. structure

                         ২.  Process and

                         ৩. Time or stage

২৪. Davis এর মতে stage বা পর্যায় কয় প্রকার

                 উত্তর: তিন প্রকার-  ১. Youth 

                                                   ২. Mature

                                                   ৩. and old Stage

২৫. ডেভিসের মতে Graded slope সৃষ্টি হয়

                উত্তর : পরিনত পর্যায়ে ( Mature stage)

২৬. ডেভিসের ক্ষয়চক্রের শেষে ভূমিভাগ পরিণত হয়-

                উত্তর: Peneplain বা সমপ্রায়ভূমিতে

২৭. ডেভিসের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত ছোট ছোট টিলা গুলি কি বলে

                উত্তর: মোনাডনক

২৮. মোনাডনক নামটি হয়েছে

                উত্তর -গ্রেট ব্রিটেনের মোনাডনক পর্বতের নাম অনুসারে

২৯. ক্ষয়চক্রের পুনরুজ্জীবনের ধারণা দেন

                 উত্তর:  A. C. Ramsay

৩০. Entropy বলতে বোঝায় –

                উত্তর –  অনিয়মের মান (Degree of Disorderness)

৩১. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন ?

উত্তর – ভূমিরূপবিজ্ঞানী জি. কে গিলবার্ট ১৮৭৬ খ্রিস্টাব্দে।

৩২. নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানো কে কি বলা হয়?

উত্তর – পর্যায়ন বলা হয়।

৩৩. পর্যায়ন কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?

উত্তর –  পর্যায়ন কে দুটি ভাগে ভাগ করা হয়েছে ।

৩৪. পর্যায়নেরদুটি ভাগ কি কি   ?

উত্তর –  পর্যায়ন এর দুটি ভাগ হলো –

                                                        ক। অবরোহন ও

                                                        খ।আরোহন

৩৫. অবরোহন বলতে কী বোঝো   ?

উত্তর –  বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের উচু স্থান গুলি ক্ষয় প্রাপ্ত হয়ে নিচু স্থানে পরিণত হলে তাকে অবরোহন প্রক্রিয়া বলে।

Sharing Is Caring:

Leave a Comment